খেলাধুলা

মহাকাশে পাড়ি দিলেন লিওনেল মেসি!

| October 26, 2023

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে অদ্ভুত প্রচারণা চালিয়েছে ক্রীড়া পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। তার একটি বিলবোর্ড প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। । একেবারে মহাকাশে, যা দেখে মেসি নিজেও অবাক। খবর গোলডটকম

২০০৬ সাল থেকে অ্যাডিডাসের দূত হিসেবে কাজ করে যাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ফুটবলার মেসি। আর ২০১৭ সালে প্রতিষ্ঠানটি মেসির সঙ্গে আজীবনের চুক্তি করে। এরপর কোম্পানির নানা প্রচারণায় বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেখা যায়।

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

এবার অ্যাডিডাস তাদের প্রচারণার জন্য ভিন্ন মাত্রা অবলম্বন করেছে। প্রচারণার জন্য এবার অ্যাডিডাস মহাকাশে মেসির একটি বিলবোর্ড প্রকাশ করেছে। অ্যাডিডাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। ‘আউট অব দিস ওয়ার্ল্ড’ ক্যাপশনে সেই ভিডিওতে স্পেসে মেসির একটি বিলবোর্ড প্রকাশ করেছে। যা মেসি নিজে দেখেও অবাক হয়েছেন। সেই বিলবোর্ডে রয়েছে মেসি ছবি এবং মেসির অ্যাডিডাসের একটি জুতা।

মেসির ছবির নিচেই লেখা ছিলো ‘আউট অব দিস ওয়ার্ল্ড’। যার নামেই ভিডিওটির ক্যাপশন দিয়েছে অ্যাডিডাস। তাদের পণ্যের নাম কী হতে পারে? নিজেই আন্দাজ করে নিন। হ্যাঁ, মেসির পছন্দের জুতো ‘এক্সক্র্যাজিফাস্ট’ এর নামই সেখানে লেখা রয়েছে।

মেসির হাতেই উঠছে এবারের ব্যালন ডি’অর!

ভিডিওটি মেসি দেখে বেশ খুশি হয়েছেন। ভিডিও শেষে মেসি বলেছেন, আমি সবসময় মহাকাশে যেতে চেয়েছিলাম। বার্সেলোনায় যোগ দেয়ার দুই বছর পরই অর্থাৎ, ২০০৬ সালে মেসির সঙ্গে চুক্তি করে অ্যাডিডাস। মেসি অনেক বছর ধরেই অ্যাডিডাসের বিভিন্ন পণ্যের প্রচারণার জন্য কাজ করছেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply