ঢাকা অফিস: এমআরটি লাইন-৬ এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় হঠাৎ করে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। একটি ট্রেন সচিবালয় স্টেশনে আটকা পড়েছে। এছাড়া বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে।
শনিবার (২৫ মে) মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: কাদের
মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এ সময় বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণার পর রাজধানীর কারওয়ান বাজার স্টেশন থেকে কয়েক’শ যাত্রী বের হয়ে যান।
ঈদে ২ দিন বন্ধ থাকবে মেট্রোরেল
এক যাত্রী গণমাধ্যমকে বলেন, উত্তরা (উত্তর) স্টেশনে যেতে সন্ধ্যা ৭টায় কারওয়ান বাজার স্টেশনে উঠেছিলেন। কিন্তু ট্রেন না ছাড়ায় তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনি তার টিকিটের টাকা ফেরত পেয়েছেন।
এর আগেও নানা কারণে বেশ কয়েকবার মেট্রোরেল বন্ধ হয়ে গেছে। হঠাৎ বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর আবার চালু হওয়ার খবর পাওয়া গেছে।
স্বাআলো/এস