যাত্রীতে পরিপূর্ণ মেট্রোরেল, ২০ কিমি যেতে লাগছে ৩২ মিনিট

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রথমবারের মতো যাত্রী নিয়ে চলছে স্বপ্নের মেট্রোরেল। প্রথম দিনেই মেট্রোরেল ছিলো যাত্রী পরিপূর্ণ। উত্তরা উত্তর থেকে সকাল সাড়ে ৭টায় মতিঝিলের উদ্দেশে ছাড়ে প্রথম মেট্রোরেল। ৭টা ৩৭ মিনিটে সেটি ছাড়ে পল্লবী থেকে। আর ৮টা ২ মিনিটে মতিঝিলে পৌঁছায় রেলটি। মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে আনন্দিত, উচ্ছ্বসিত যাত্রীরা।

শনিবার (৪ নভেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রবিবার (৫ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে যাত্রী চলাচল শুরু হয়।

রবিবার সকালে উত্তরা থেকে ছেড়ে আসা প্রথম মেট্রোটি ছিলো যাত্রীতে কানায় কানায় পূর্ণ। যাত্রীরা জানান, অবরোধের কারণে সড়কে গণপরিবহন কম থাকায় মেট্রোরেলে যাতায়াত বেছে নিয়েছেন তারা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন এ সিদ্দিক বলেন, প্রথম দিনে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। হয়তো অবরোধের কারণে রাস্তায় অন্যান্য গাড়ি কম, সেটাও কারণ হতে পারে। আমরা আগেও বলেছি মেট্রো পুরোপুরি চালু হলে এর সুবিধা পাওয়া যাবে। উত্তরা থেকে যে যাত্রী বাসে আসতে দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যেত, সেখানে ২০/৩০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।

এমআরটি লাইন-৬ এর আওতায় রাজধানীর উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত মোট ২১ দশমিক ২৬ কিলোমিটার লাইন নির্মাণ করা হচ্ছে। প্রাথমিক পরিকল্পনায় মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার থাকলেও পরে ১ দশমিক ১৬ কিলোমিটার লাইন বাড়ানো হয়, যার নির্মাণ কাজ এখন চলছে।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ১১ দশমিক ৭৩ কিলোমিটারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একদিন পর ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে এই পথে মেট্রোরেল চলাচল করছে। এবার দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৮ দশমিক ৭২ কিলোমিটারের কিছু পথে মেট্রো চলাচলের জন্য খুলে দেয়া হলো।

গত শনিবার (৪ নভেম্বর) আগারগাও-মতিঝিল অংশ উদ্বোধন উপলক্ষে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল বন্ধ রাখা হয় । রবিবার (৫ নভেম্বর) থেকে যথারীতি মেট্রো চলাচল শুরু হয়। বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মতিঝিল-উত্তরা পর্যন্ত চলছে মেট্রোরেল। আর উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেন ছাড়ছে সকাল ১১টায়। তবে উত্তরা-আগারগাঁও অংশে আগের মতোই চলছে মেট্রোরেল। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধুমাত্র মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশন বর্তমানে চালু হয়েছে। ধাপে ধাপে বাকি সব স্টেশন চালু হবে এবং সময়ও বাড়বে।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...