আজাদুল হক, বাগেরহাট: জেলার মোংলা বন্দর জেটিতে নিলাম হওয়া একটি হাইয়েস মাইক্রোবাসে অগ্নিকান্ড হয়েছে। এ সময় গাড়ী চালক ইরফান উল্লাহ দিপু (২৭) দ্বগ্ধ হয়েছেন। তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
গাড়ী চালক দিপুর শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে। আর এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর জেটির ১ নং ওপেন ইয়ার্ডে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোংলা বন্দর কতৃপক্ষ জানায় , মোংলা বন্দর জেটির ১ নং ওপেন ইয়ার্ডে রক্ষিত গত নিলামে বিক্রয়কৃত একটি কালো রং এর হাইয়েস গাড়ি স্টার্ট দেয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গাড়ির চালক ইরফান উল্লাহ দিপু অগ্নিদ্বগ্ধ হন। ইরফান উল্লাহ দিপু চট্রগ্রামের বাকুলিয়া উপজেলার বাকুলিয়া গ্রামের অব্দুল মতিনের ছেলে।
তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে তার শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়। মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, গাড়িটি প্রায় পাঁচ বছর ধরে মোংলা বন্দরের জেটিতে পড়ে ছিলো। সম্প্রতি গাড়িটি নিলামে বিক্রি হয়।
দীর্ঘদিন পড়ে থাকায় গাড়িটির যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ হয়ে পড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বাআলো/এস/বি