ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিক এবং অভিভাবকদের প্রবেশ করতে বাধা দিচ্ছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া আর কাউকেই ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
বুধবার (২৩ জুলাই) সকাল থেকেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই বিধিনিষেধ আরোপ করে।
দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকটি ভেতর থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফটকের ভেতরে নিরাপত্তাকর্মীরা অবস্থান করছেন এবং পুলিশের কয়েকজন সদস্যকেও সেখানে বসে থাকতে দেখা গেছে। অন্যদিকে, ফটকের বাইরে গণমাধ্যমকর্মী, উদ্বিগ্ন অভিভাবক এবং কৌতূহলী মানুষের ভিড় জমেছে। তাদের কাউকেই ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।
কেনো প্রবেশ করতে দেয়া হচ্ছে না, এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা জানান, কলেজ কর্তৃপক্ষের নির্দেশেই কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে আসা আমির হোসেন নামের এক অভিভাবক জানান, তার ছেলে এই স্কুলের নবম শ্রেণির ছাত্র। গত ২১ জুলাই ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় তার ছেলের কোনো ক্ষতি না হলেও তিনি উদ্বেগ থেকে স্কুল প্রাঙ্গণ দেখতে এসেছিলেন।
তিনি বলেন, বিমান দুর্ঘটনার সময় আমি অফিসের কাজে ঢাকার বাইরে ছিলাম। মঙ্গলবার রাতে ঢাকা ফিরেছি। তাই আজ স্কুলটা নিজের চোখে দেখতে এসেছিলাম, কিন্তু আমাদের ঢুকতে দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন কলেজের কাছেই একটি বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর থেকেই শিক্ষার্থী ও তাদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই মূলত অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা প্রতিষ্ঠানটির পরিস্থিতি জানতে সেখানে ভিড় করছেন। তবে এ বিষয়ে কথা বলার জন্য কলেজ কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তাদের এই কঠোর অবস্থানের কারণ সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্বাআলো/এস