খেলাধুলা

মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকাহত বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | July 24, 2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব এফসি বার্সেলোনা। তবে ক্লাবটির পাঠানো এই মানবিক শোকবার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে অনাকাঙ্ক্ষিত বিতর্ক, যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশে বার্সেলোনার অফিসিয়াল ফ্যান ক্লাব।

স্পেনের বার্সেলোনা শহর থেকে ক্লাবটির বোর্ড মেম্বার এবং সামাজিক কার্যক্রম বিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বশ স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশে বার্সেলোনার একমাত্র স্বীকৃত সমর্থক সংগঠন ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা’-কে।

চিঠিতে লেখা হয়েছে, “সম্প্রতি ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সকলের প্রতি আমাদের সহানুভূতি এবং সমর্থন থাকবে।”

সোমবারের এই দুর্ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ দেশের ক্রীড়াঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন।

বার্সেলোনার এই বার্তা সেই মানবিক প্রতিক্রিয়ারই একটি অংশ।

তবে বিশ্ব ফুটবলের এমন একটি ক্লাবের মানবিক উদ্যোগের মধ্যেই একটি ফেসবুক পেজ বার্সেলোনার পাঠানো চিঠিটিকে ‘বানোয়াট’ বলে দাবি করলে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

এর পরপরই এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও দায়িত্বহীন’ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে পেনিয়া বাংলাবার্সা। এক বিবৃতিতে তারা জানায়, “আমরা, পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা (অফিসিয়াল এফসি বার্সেলোনা পেনিয়া আইডি: ২৩৩৯), ‘নিউজওলা’ নামক ফেসবুক পেজের বিভ্রান্তিকর অভিযোগে খুবই হতাশ। তারা যে চিঠিটি নিয়ে প্রশ্ন তুলেছে, তা বার্সেলোনারই আরেকটি পেনিয়ার সঙ্গে ফরম্যাটে মিল থাকার কারণে সন্দেহ করেছে, যা পুরোপুরি ভিত্তিহীন এবং দায়িত্বহীন একটি দাবি।”

তারা আরও উল্লেখ করে, “এ ধরনের কাজ শুধু ভুল তথ্য ছড়ায় না, বরং বাংলাদেশে বার্সেলোনার প্রথম এবং একমাত্র অফিসিয়াল পেনিয়া হিসেবে আমাদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট পেজটিকে তাদের ভুয়া অভিযোগ মুছে ফেলার অনুরোধ করি।”

স্বাআলো/এস

Shadhin Alo