নরসিংদীতে আগ্নেয়াস্ত্রসহ জঙ্গি আটক

জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া জুয়েল ভূইয়া (২৬) নামে আনসারউল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে ৪৮টি আগ্নেয়াস্ত্র, এক হাজার ৯১ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ গুলির খোসা, ম্যাগাজিন ও হাতকড়া।

শুক্রবার (২৬ জুলাই) জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

পুলিশ সুপার বলেন, গত শুক্রবার (১৯ জুলাই) কোটা আন্দোলনকারীদের ছদ্মবেশে কিছু দুষ্কৃতিকারী ও নাশকতাকারী পরিকল্পিতভাবে নরসিংদী জেলা কারাগারে হামলা চালায়, লুটপাট-ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরবর্তীতে জেল ভেঙে ৮২৬ জন কারাবন্দিকে মুক্ত করে দেয়। এর মধ্যে আনসারউল্লাহ বাংলা টিমের সাতজনসহ জেএমবির দুইজন নারী জঙ্গিও রয়েছেন। এ সময় অস্ত্রের সাথে ৭০০০ রাউন্ড গুলিও নিয়ে যায় তারা। এরমধ্যে চারজন জঙ্গিকে আটক করা হয়েছে। জঙ্গি জুয়েলকে নরসিংদী জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটক করে। সর্বমোট ৪শ’র বেশি আসামির আত্মসমর্পণ ও আটকের মাধ্যমে নরসিংদী জেলা পুলিশের তত্ত্বাবধানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এছাড়াও নরসিংদীর বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার অনেক আসামি আটক হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান চলছে এবং যারা সরকারি স্থাপনা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা কখনোই ছাত্র না। তারা দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...