দেশের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি আজ রবিবার (২৬ নভেম্বর) চূড়ান্ত করা হবে।
এ ব্যাপারে মজুরি বোর্ডের শেষ বৈঠক শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকের পর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
নিম্নতম মজুরি বোর্ড ৭ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করে।
এই মজুরিতে মালিক-শ্রমিক কোনো পক্ষই সন্তুষ্ট হতে পারেনি। এ জন্য শনিবার পর্যন্ত ১৬৮ জন গার্মেন্টস মালিক মজুরি বোর্ডে আলাদা চিঠি দিয়ে মজুরি কমিয়ে ১০ হাজার থেকে সাড়ে ১০ হাজার টাকা নির্ধারণ করে আবার ঘোষণার দাবি জানিয়েছেন। এ পর্যন্ত ২৪টি শ্রমিক সংগঠন মজুরি বোর্ডে চিঠি দিয়ে ২০ হাজার টাকার ওপর মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে।
মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ঘোষিত মজুরি ও খসড়া গেজেট চূড়ান্ত করতেই আমরা রবিবার শেষ বৈঠকে বসবো।
এই বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়ার পর সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে বিজি প্রেস থেকে গার্মেন্টস শ্রমিকদের মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
স্বাআলো/এস