নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজন যশোর পিটিআই মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা চলছে।
প্রধান অতিথি রয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
বিশেষ অতিথি রয়েছেন চীফ প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল), আইসিটি তাজুল ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এ আয়োজন।
খুলনা ও বরিশাল বিভাগের সকল পুলিশ সুপার, পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ, সকল জেলা প্রশাসক, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিচারবিভাগ, সকল জেলা ও উপজেলা প্রশাসনের ৩২০ জন পদস্থ কর্মকর্তা এই কর্মশালায় অংশ নিয়েছেন।
স্বাআলো/এস