আইন আদালত

প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পেলেন মির্জা ফখরুল, রয়েছেন চম্পাকলিতে

| October 30, 2023

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানোর পর আদালতের নির্দেশে তাকে রবিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ২২ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সোমবার (৩০ অক্টোবর) তাকে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দেয়া হয়।

বর্তমানে তিনি ডিভিশনপ্রাপ্ত সেল হিসেবে পরিচিত চম্পাকলিতে রয়েছেন বলে কারাগার সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার সন্ধ্যার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে ডিভিশন প্রদান করা হয়েছে।

কারাগারের দায়িত্বশীল অপর একটি সূত্রে জানা গেছে, একজন বন্দীর সাথে নিয়ম অনুযায়ী ১৫ দিন অন্তর তার স্বজনরা একবার কারাগারে সাক্ষাৎ করতে পারবেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply