বাংলাদেশের সুপার এইটের মিশন ভোরেই

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে বাংলাদেশের সুপার এইটের মিশন শুরু শুক্রবার (২১ জুন) ভোরেই। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।

এ ম্যাচে ফেভারিট অজিরা। তবে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কোচ হাথুরুসিংহে। অন্যদিকে এই কন্ডিশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন মিচেল মার্শ। অজি অধিনায়ক বলেন, সুপার এইটে ওঠা প্রতিটি দলই ভালো ক্রিকেট খেলছে। বাংলাদেশ শক্তিশালী দল। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা আমাদের ক্রিকেটটা খেলবো। আশা করি বাংলাদেশের বোলাররা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে না।

বিশ্বকাপে টাইব্রেকারে বাংলাদেশের বিদায়

প্রথম লক্ষ্য পূরণ হয়েছে এমন মন্তব্য করে টাইগার কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেন, এখন আমরা উপভোগ করতে চাই। ছেলেদের স্বাধীনভাবে খেলার সুযোগ দেবো। তার মানে এই নয় যে, মাঠে গিয়ে যা খুশি তাই করার লাইসেন্স দেয়া হবে। সবার নির্দিষ্ট ভূমিকা আছে, তা পালন করার ক্ষেত্রেই দেয়া হবে স্বাধীনতা।

অজিদের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত মোস্তাফিজ-তানজিম সাকিবরা। অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন তারা। নেটে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে শরিফুল ইসলামকে। অন্যদিকে টিম ম্যানেজমেন্টর প্রত্যাশা, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিব জ্বলে উঠবেন। কারণ, টপ ফেভারিটদের বিপক্ষে জিততে হলে সেরাটাই দিতে হবে ব্যাটারদের।

এ দিকে টাইগাররা যখন পুরো দল অনুশীলনে, তখন কলিজ গ্রাউন্ডে ঐচ্ছিক অনুশীলন করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার-ম্যাক্সওয়েল ছিলেন না কেউই। তবে চার ছক্কার ফুলঝুড়ি ছিলো বাকিদের ব্যাটে। আর এখানেই বেশি দুশ্চিন্তা হাথুরুসিংহের। তবে, নতুন কন্ডিশন অ্যান্টিগার নতুন উইকেটে, নতুন রনকৌশল নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হাথুরুসিংহের পরিকল্পনা

টাইগার কোচের দুশ্চিন্তার কারণ, টপ অর্ডারের রান না পাওয়া। অধিনায়কসহ তিন টপ অর্ডার ব্যাটারই প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন। এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, কেবল শান্ত নয়, বেশিরভাগ দলের টপ অর্ডারই এই টুর্নামেন্টে সংগ্রাম করছে। কারণ, এখানকার পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন। তবে শান্ত যখন রান করবে তখন সে ম্যাচ উইনার হবে বলেও মন্তব্য করেন হাতুরু।

অতীত রেকর্ড ও পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপে পাঁচবারের দেখায় সবকটি ম্যাচেই হেরেছে টাইগাররা। অবশ্য টি-২০ ফরম্যাটে ১০ বারের মুখোমুখিতে অজিরা জিতেছে ছয়টিতে আর বাংলাদেশের জয় চারটিতে।

একনজরে টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সূচি

টাইগারদের সবকটি জয়ে বড় ভূমিকা ছিল হোম কন্ডিশনের। যা ভালোভাবে কাজে লাগিয়ে অজিদের বধ করে বাংলাদেশ। তবে বৈশ্বিক যে কোনো টুর্নামেন্টে নিজেদের ছাপিয়ে যায় অস্ট্রেলিয়া। তাই সুপার এইটের ম্যাচকে ঘিরে বাড়তি সতর্কতা টাইগার শিবিরে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...