কালীগঞ্জের দোকানের তালা ভেঙ্গে ৪০ লাখ টাকার মোবাইল চুরি

জেলা প্রতিনিধি, ঝিনাইদ: ঝিনাইদহের কালীগঞ্জের রহমানিয়া সুপার মার্কেটে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) ওই মার্কেটের ‘ডিজিটাল মোবাইল হাউজ’ নামের একটি দোকান থেকে ৪০ লাখ টাকা মূল্যের ২০০টি স্মার্টফোন চুরির ঘটনা ঘটে।

চুরি শেষে চোরেরা দোকানের সাটারে অন্য তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে।

ঝিনাইদহ এমপি আনারের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

চুরি হওয়া ‘ডিজিটাল মোবাইল হাউজ’ এর মালিক কবির হাসান জানান, প্রতিদিনের ন্যায় তিনি বেচা কেনা শেষে দোকান বন্ধ করে রাতে বাড়িতে চলে যান। দোকানের তালা খুলতে গেলে তালা না খোলায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তালা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে দেখেন দোকানে সাজানো ২০০টি স্মার্টফোন চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে অল্প বয়স্ক এক যুবক দোকানের মধ্যে প্রবেশ করে স্মার্টফোন গুলি চুরি করে নিয়ে যায়।

ঝিনাইদহে লাঠির আঘাতে কিশোরের মৃত্যু

তিনি আরো জানান, দোকানের মধ্যে ভিভো, অপু, রেডমি রিয়েলমি, অনারসহ বিভিন্ন ব্যান্ডের ২০০টি স্মার্টফোন ছিলো। প্রতিটি ফোনের গড় মূল ২০ হাজার টাকা। সে হিসেবে ওই দোকান থেকে প্রায় ৪০ লাখ টাকার মোবাইল ফোন চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঝিনাইদহে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মানিক চন্দ্র গাইন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ যেয়ে সিসি টিভি ফুটেজ দেখেছে। এ ঘটনায় রহমানিয়া সুপার মার্কেটের নাইট গার্ড, মার্কেটের দ্বিতীয় তলায় রহমানিয়া আবাসিক হোটেলের ম্যানেজার, হোটেলের চারজন বডারসহ মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম জানায়নি পুলিশ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

`সড়কে ফিটনেসবিহীন বাস চলবে না’

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস...

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...