জাতীয়

পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু

| October 10, 2023

দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসছে। আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদফতরের ৪৪টি স্টেশনের মাত্র ১২টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি মাত্রায় অর্থাৎ ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুইদিন (বুধবার ও বৃহস্পতিবার) একইভাবে বৃষ্টি কমে আসার ধারা অব্যাহত থাকবে। এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো নীলফামারীর সৈয়দপুরে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply