চট্রগ্রাম বিভাগ

শিশুর রহস্যজনক মৃত্যু: শরীরে আঘাতের চিহ্ন, মা আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী জেলা প্রতিনিধি, নোয়াখালী | August 10, 2025

নোয়াখালীর বেগমগঞ্জে সুমাইয়া আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ মা শিউলি আক্তারকে আটক করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রবিবার (১০ আগস্ট) উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নুরবক্স চাপরাশি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া ওই বাড়ির সৌদি প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার সৎ মা শিউলি আক্তারের সঙ্গে চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতো। অভিযোগ উঠেছে, শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিউলি শিশুটিকে মারধর করেন। পরে শিশুটি ঘুমিয়ে পড়লে বিকেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি প্রবাসী স্বামীকে জানানোর পর তার পরামর্শে মরদেহ দাফনের জন্য রাতেই অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

রবিবার দাফনের জন্য গোসল করানোর সময় স্থানীয়রা শিশুটির কান ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসআই শহীদুল ইসলাম বলেন, “৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শিশুটির গলায় ও ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে এবং কান দিয়ে রক্ত ঝরছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

স্বাআলো/এস

Shadhin Alo