যশোরে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর-শাশুড়ি ও দেবর আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় গৃহবধূ লিমা খাতুন (২০) হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব)।

আটককৃতরা হলো, বাঘারপাড়ার বহরামপুর গ্রামের বাসিন্দা নিহতের শ্বশুর সাইদুর রহমান (৬০), শ্বাশুড়ি শরিফা বেগম (৫০) এবং মামাতো দেবর সবুর হোসেন (৪২)।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে নিহতের স্বামী সালমান এখনও পলাতক রয়েছে।

র‌্যাব জানিয়েছে, ২০১৯ সালের ১২ মে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সালমান এবং একই গ্রামের আবুজার ফকিরের মেয়ে লিমা খাতুন। মাস কয়েক অজ্ঞাত স্থানে একত্রে থেকে সালমান বাড়ি নিয়ে উঠে লিমাকে। এরপর থেকে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের সম্মুখীন হয় লিমা। পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে। লিমা টাকা নিতে অস্বীকার করায় তাকে নানাভাবে নির্যাতন চালানো হতো। এক পর্যায়ে লিমা এক বছরের মাথায় ২০২০ সালের ২৭ মে কীটনাশক পান করে আত্মহত্যা করে।

বিষয়টি লিমার পরিবারের লোকজন মেনে নিতে না পারায় তারা আদালতে পিটিশন মামলা করে। পরে আদালতের নির্দেশে ওই বছরের ৯ নভেম্বর পিটিশনটি নিয়মিত মামলা হিসাবে বাঘারপাড়া থানায় রেকর্ড করা হয়। এই মামলায় সকল আসামি পরিবর্তীতে আদালত থেকে জামিন পান। কিন্তু পরবর্তীতে আদালতে ফের হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...