জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: জেলার হালুয়াঘাটে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় এক দম্পতি প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাগুরা বাসদহ গ্রামের মৃত জনাব আলীর ছেলে সাইদুর রহমান (২৯) ও তার স্ত্রী সোনিয়া (২২)।
পুলিশ জানায়, নিহত সাইদুর রহমান ঈশ্বরগঞ্জ উপজেলায় এসএসএস নামে একটি এনজিওতে চাকরি করতেন।
শুক্রবার ভোরে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে স্ত্রী সোনিয়াকে নিয়ে সীমান্ত সড়ক হয়ে রৌমারী যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে কড়ইতলী এলাকায় বেপরোয়া গতিতে এসে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে সাইদুরের মাথায় থাকা হেলমেট খুলে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে সোনিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার কিছুক্ষণ পর তিনিও মারা যান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, মরদেহ দুইটি থানায় রয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা বাড়ি থেকে রওনা দিয়েছেন। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস