নিজস্ব প্রতিবেদক: যশোরের সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামের খাজা গরীব এ নেওয়াজ বালিকা সদনের প্রতিষ্ঠাতা, সমাজসেবী মঞ্জুয়ারা খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না…রাজিউন)।
বৃহস্পতিবার (২০ জুন) নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশের আসল উন্নয়নের রহস্য শেখ হাসিনা: এমপি নাবিল
এক শোক বার্তায় কাজী নাবিল আহমেদ বলেন, বেসরকারিভাবে স্বেচ্ছাসেবী কাজে মঞ্জুআরা খাতুনের যথেষ্ট ভূমিকা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি অসহায় মেয়েদের তার প্রতিষ্ঠানে দেখভাল করেন। লেখাপড়ার ব্যবস্থা করেন ও তাদের স্বাবলম্বী করে বিয়ে দেন। তার প্রতিষ্ঠানের মেয়েরা অনেক দক্ষ ও যোগ্যতা সম্পন্ন। এটা সম্ভব হয়েছে অক্লান্ত পরিশ্রমের ফলে। তার মৃত্যুতে প্রতিষ্ঠানটির যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়। রাব্বুল আলামিন পরপারে ভালো রাখে এই কামনা করি।
স্বাআলো/এস