সম্প্রতি আমেরিকা গিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আমেরিকায় আগে থেকে অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর।
সেখানে (১৮ নভেম্বর) আমেরিকার ফ্যামিলি কোর্টে দুই বছরের চুক্তিতে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী। তবে তা বাস্তবে নয়। এটি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য।
‘কন্টাক বিয়ে’ নামের ওয়েব সিরিজটির শুটিং হয়েছে আমেরিকাতে।
সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর।
অসহায় মানুষের সহায়তা করা ওয়ার্ল্ড ওয়াইজ সংগঠন হিউম্যান রাইটস-এর তত্ত্বাবধানে এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।
স্বাআলো/এস