৬ দিনেও সন্ধান মেলেনি এমপি আনারের

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হওয়ার ছয়দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার সঠিক কোন সন্ধান পাওয়া যায়নি। এজন্য তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও চিন্তিত রয়েছেন।

কেউ কেউ কান্নায় ভেঙ্গে পড়ছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যেও চরম হতাশা দেখা দিয়েছে। এমপি আনার কোথায় আছেন, কেমন আছেন তা জানার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত তার বাড়ির সামনে নেতাকর্মী, শুভাকাঙ্খীসহ অসংখ্য মানুষ এসে ভীড় করছেন। এ সময় আবেগী হয়ে অনেককে কান্নাকাটি করতে দেখাও গেছে।

এদিকে ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হওয়া এমপি আনোয়ারুল আজীম আনারের বিষয়টি এখন ‘টক অব দ্যা টাউনে’ পরিনত হয়েছে। প্রথম দিকে তার বিষয়টি যোগাযোগ বিচ্ছিন্নের কথা বলা হলেও তিনি এখন নিখোঁজ হয়েছেন বলে সবাই মন্তব্য করছেন। বর্তমানে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমপি আনারের নিখোঁজের বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এছাড়া গ্রামগঞ্জের চায়ের দোকানে বিভিন্ন মানুষ নানান কথা বলছেন। কেউ বলছেন তিনি ভারতে নির্বাচনে প্রভাব বিস্তার করার কারনে গ্রেফতার হয়েছেন, কেউ বলছে ব্যবসা বাণিজ্যের জেরে শত্রুতার কারণেও অপহরণ হতে পারেন।

সংসদ সদস্য আনার কলকাতায় গিয়েছেন, এসে পড়বেন: স্বরাষ্ট্রমন্ত্রী

তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ কাজ করছে। রবিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন গণমাধ্যকে জানিয়েছেন, দুই দেশের পুলিশই এমপি আনারকে খুঁজে পাওয়ার কাজ করছে। দ্রুত তাকে খুঁজে পাওয়া যাবে। একজন এমপি কলকাতা বেড়াতে গিয়েছেন। এসে যাবেন ইনশাআল্লাহ। উদ্বিগ্ন হওয়ার কোনো কারন নেই।

সোমবার বিকেলে এমপি আনারের সেজে ভাই ইমান আলী জানান, আনারের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে আশাকরি তাকে পাওয়া যাবে। কিভাবে এটা নিশ্চিত করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যারা ইন্ডিয়াতে গেছে তারা বিভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছেন। তারা বলেছেন টেনশন করার দরকার নেই এমপিকে পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন তারাও ঠিক একইভাবে জানিয়েছেন।

বাবাকে খুঁজে পেতে এমপি আনারের মেয়ে ডিবিতে

বর্তমানে এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, ভাইপো সাইমন, প্রতিবেশি আশিকুর রহমান সোহাগসহ বেশ কয়েকজন ইন্ডিয়াতে রয়েছেন। এমপি আনার ভারতে গিয়ে যেসব ভারতীয় বন্ধুবান্ধব, ব্যবসায়ীক পার্টনারদের সাথে ঘোরাফেরা বা মেলামেশা করতেন মূলত তারাই এমপি আনারের খোঁজ খবর নিচ্ছেন।

প্রশাসনের সাথে কথা বলছেন। বাংলাদেশ থেকে যাওয়া এমপির মেয়ে ও ভাইপোদের তারাই তথ্য দিচ্ছেন বলে এমপির সেজে ভাই ইমান আলী জানিয়েছেন।

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজ

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪.২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য গত ১১ মে এমপি আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য দর্শনা স্থল বন্দর দিয়ে ভারতে যান। এরপর দুইদিন পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ ছিলো। গত ১৪ মে থেকে তার সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...