এমপি আনারের নিখোঁজের ঘটনায় কালীগঞ্জ থানায় জিডি

জেলা প্রতিনিধি,ঝিনাইদহ: ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজের ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মিসিং ডায়রি করেছেন তার সেজো ভাই এনামুল হক ইমান।

গত ১৯ মে রবিবার রাতে কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে তিনি এই ডায়রি করেন। জিডি নম্বর ৮২০।

এনামুল হক ইমানের করা মিসিং ডায়রিতে তিনি উল্লেখ করেছেন, তার ছোট ভাই এমপি আনোয়ারুল আজিম আনার ১২ মে চিকিৎসার জন্য ভারতে চিকিৎসার জন্য যান। ১৩ মে দুপুরের দিকে তার একান্ত সচিব আবদুর রউফের সাথে সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবার, ঘনিষ্ঠজন, এমনকি দলীয় নেতাকর্মী সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অদ্যাবধি আর কোনো মাধ্যমেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। এমনকি এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, একই ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গে বরানগর থানার একটি মিসিং ডায়রি হয়েছে। সে ডায়রি করেছেন এমপি আনারের ঘনিষ্ঠজন গোপাল বিশ্বাস।

কালীগঞ্জ থানায় এমপি আনারের মিসিং ডায়রির ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...