জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে রবিবার (২ জুন) নলডাঙ্গা ভুষণ রোডস্থ মধুগঞ্জ বাজারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, এমপি আনার হত্যা হলে তার প্রমাণ চাই। তার ব্যবহৃত জামা-কাপড়, হাত ঘড়ি, চশমাসহ হত্যায় ব্যবহৃত অস্ত্র আলমত হিসেবে আমাদের দেখাতে হবে। তিনি যদি হত্যার শিকার হন তাহলে তার লাশ চাই। আর যদি নিখোঁজ হন তাহলে আমরা তার সন্ধান চাই। এজন্য নেতাকর্মীরা প্রশাসনসহ সরকারের দৃষ্টি কামনা করেন।
এমপি আনার হত্যা: তুলে ধরা হলো ৯ দফা দাবি
নেতৃবৃন্দ বলেন, আনারের মৃত্যুর খবরে কালীগঞ্জবাসী শোকে মুহমান। কালীগঞ্জের প্রতিটি উন্নয়ন আনারের কথা বলে। তার হাতে কালীগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়েছে। কালীগঞ্জের ইট-পাথর, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, হাট-বাজার সর্বত্রই আনারের স্পর্শ রয়েছে। এমন জনপ্রতিনিধিদের যারা নৃশংসভাবে হত্যা করেছে আমরা সেইসব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। মানববন্ধনে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এমপি আনার হত্যারকারীদের বিচারের দাবিতে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে বিচারের দাবি করেন।
নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনার একজন মানবিক এমপিকে নিয়ে ভিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছেন। যেটা সত্য নয়। আপনারা সত্য সংবাদ প্রকাশ করেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু হলুদ সাংবাদিক ফেসবুকে এমপি কে নিয়ে মিথ্যা, বাটোয়াট ও অসত্য সংবাদ প্রকাশ করে তার হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। যারা এমনটা করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমপি আনার হত্যায় জড়িত সিয়াম নেপালে আটক
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দীনের সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান ওদু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ সমশের ও এমপি আনারে ভাইপো কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু প্রমুখ।
স্বাআলো/এস