এমপি আনার হত্যা: গ্রেফতারের ভয়ে আত্মগোপনে কয়েকজন নেতা

ঢাকা অফিস: সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে সৃষ্টি হচ্ছে একের পর এক চাঞ্চল্য। মঙ্গলবার (১১ জুন) রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।

তারপর থেকে গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে রয়েছে ঝিনাইদহের জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর ঘনিষ্ঠতা ছিলো। এ ঘটনায় ঝিনাইদহের আরো অন্তত আট নেতা প্রশাসনের নজরদারিতে রয়েছেন। যেকোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে তাদেরকে। এর মধ্যে কয়েকজন আত্মগোপনে চলে গেছেন।

এমপি আনার হত্যায় ফেঁসে যাচ্ছেন ৬ নায়িকা ও মডেল

আনারের পরিবারের পক্ষ থেকে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বুধবার (১২ জুন) স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। তারপর থেকে ওই নেতাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে জানা গেছে।

আনারের ভাই এনামুল হক ইমান বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধী প্রতিপক্ষরাই জড়িত। ২০১৭ সালেও প্রতিপক্ষরা আমার ভাইকে হত্যার জন্য চেষ্টা করে।

সে ঘটনায় থানায় মামলা হয়, আসামিরাও সব স্বীকার করে। গ্রেফতার বাবুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু। এ ছাড়া হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনেরও ঘনিষ্ঠ সে। গত নির্বাচনে আনারের বিরুদ্ধে মনোনয়ন চেয়েছিলো মিন্টু। নিজে মনোয়ন না পেয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে আবদুর রশীদ খোকনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয়।

মিন্টুর মোবাইলে মেসেজ ‘আনার শেষ, মনোনয়ন কনফার্ম’!

দলীয় প্রার্থীর বিপক্ষে প্রকাশ্যে ভোটের মাঠ গরম করে তোলে মিন্টুসহ তার অনুসারীরা। কালীগঞ্জের এক জনসভায় হাজার হাজার মানুষের সামনে মিন্টু বলেছিলো এ দেশের মাটিতে আনারের জায়গা হবে না।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু বলেন, ইতোমধ্যে আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আমাদের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। আরো কয়েকজন নেতা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা লোকমুখে শুনেছি। আমাদের জনপ্রিয় এমপি হত্যাকাণ্ডের সাথে যতো বড় প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেনো, আমি চাইবো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)...

দেশে বেকার বেড়ে ২৬ লাখ ৬০ হাজার, বাড়বে আরো

দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ৬০ হাজার।...

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের...

উষ্ণভাব আরো দুই-তিন দিন, বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ

কুয়াশার ঘনত্ব কমে সূর্যের দেখা মেলায় রোববার তাপমাত্রা বেড়েছে...