শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়: এমপি কাজী নাবিল

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতা হারানোর সম্ভাবনা থাকলে দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশব্যাপী বোমা হামলা, গ্রেনেড হামলা ও আগুন সন্ত্রাস তারই প্রমাণ। ২০২৪ সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের সেই অপতৎপরতার আশঙ্কা রয়েছে। সে কারণে আমাদের প্রত্যেককে তাদের ব্যাপারে আরো সচেতন থাকতে হবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বক্তিগত অনুদান মন্দির কমিটির মধ্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সংগঠনের যশোর লালদীঘি এলাকার কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর সদর উপজেলা কমিটির সভাপতি গোবিন্দ ঘোষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আরো বলেন, আমরা বিএনপি-জামায়াত চক্রের উগ্রবাদ দেখেছি। তাদের সময়েই দেশে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানের মতো উগ্র জঙ্গীদের উত্থান ঘটেছিলো। বর্তমানেও তারা দেশকে সেই অবস্থানে নিয়ে যাওয়ার জন্যে ফাঁদ তৈরি করেছে। আমরা সেই ফাঁদে যেনো না পড়ি। কেনোনা তারা সেই সময় জেলায় জেলায় গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, রেললাইন উপড়ে ফেলেছে, গাছ কেটে রাস্তায় ফেলে অরাজকতা করেছে।

তিনি বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে যে সংবিধান করেছিলেন, তার চার মূলনীতি। সেই চার মূলনীতির অন্যতম একটি হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু ১৯৭৫ সালে নারকীয় ঘটনার পর দেশে কয়েকদফা অগণতান্ত্রিক সরকার এসেছে। তারা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সেই সংবিধানকে বারবার কাটাঁছেড়া করেছে। সেইসব অগণতান্ত্রিক সরকার বিভিন্ন সময় বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে। বাঙালির চিরায়ত সৌহার্দ্য বিনষ্ট করেছে।

এমপি কাজী নাবিল বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন আন্তর্জাতিকভাবে মূল্যায়ন হয়। আমাদের সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ফের জাতিরজনকের কন্যাকে যশোরের ৬টি আসন উপহার দিয়ে তার হাতকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে সদর উপজেলার মোট ১৭৬টি মন্দিরে অনুদানের অর্থ মন্দির কমিটির নেতাদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি দীপংকর দাস রতন, সম্পাদক তপন কুমার ঘোষ ও রবিন কুমার পাল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক শেখ জাহিদ হোসেন মিলন, দফতর সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

এর আগে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে একটি সম্প্রতি শোভাযাত্রা শহরের লালদীঘির পাড় এলাকার পূজা উদযাপন পরিষদের কার্যালয় থেকে বের হয়ে আবার ফিরে আসে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করে।

এদিকে, দুপুরে কাজী নাবিল আহমেদের বাসভবনে জেলা শ্রমিক লীগের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মহসিন কবির, রাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন মাহমুদ, আনিচুর রহমান, সাবেক প্রচার সম্পাদক শরীফ আব্দুল্লাহেল মুকিত, প্রচার সম্পাদক চাঁন মিয়া, উপ-প্রচার সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহিন, সহ-সম্পাদক সাইফুল ইসলাম মাসুম, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক নাজিম হোসেন বাহাদুর ও শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন সিবিএ সাধারণ সম্পাদক রাকিব হাসান।

এদিকে সন্ধ্যা ৬টায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ মণিহারে ‘মুজিব: একটি জাতির রুপাকার’ সিনেমাটি দেখতে যান। এসময় তার সাথে বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...