দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই: এমপি কাজী নাবিল

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, নৌকায় ভোট দিলে নাশকতাকারীদের বিষদাঁত চিরতরে ধ্বংস হবে। সাধারণ মানুষের সুখ-শান্তিতে বসবাস করার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা কখনো মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

শনিবার (১১ নভেম্বর) যশোর সদর উপজেলার শাহাবাজপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরআগে বিদ্যালয়টির তিনতলা ভবনের উদ্বোধন করেন এমপি কাজী নাবিল আহমেদ।

শান্তি ও উন্নয়ন সমাবেশে হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, জেলা পরিষদের সদস্য ও জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক আশরাফুল আলম, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে সবাই নৌকায় ভোট দেবেন। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য শেখ হাসিনা আশির্বাদ। পদ্মার পাড়ের জেলাগুলো ছিলো দেশের মূল কেন্দ্রের বাইরে। পদ্মাসেতু তৈরি করে শেখ হাসিনা এ অঞ্চলের জেলাগুলোকে দেশের মূল ভূখন্ডের সাথে যুক্ত করেছেন। সামাজিক বেষ্টনীর আওতায় তিনি বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার কাছে দেশ হলো আমানত। তিনি উন্নয়ন ছাড়া কিছু বোঝেন না। সাধারণ মানুষকে ভাল রাখায় তার প্রধান উদ্দেশ্যে। উন্নয়ন, অগ্রযাত্রা ও দেশবাসীকে নিরাপদে রাখতে নৌকায় ভোট দিতে হবে। জামায়াত-বিএনপিকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিতে হবে।

এর আগে এমপি কাজী নাবিল আহমেদ হৈবতপুর ইউনিয়নে মারদিয়া থেকে কাউদিয়া, নাটুয়াপাড়া ঈদগাহ থেকে ভাগলপুর মোড়, ভাগলপুর থেকে রসুলপুর পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন করেন।

এছাড়াও দুপুরে তিনি জেলা মহিলা লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। জেলা মহিলা লীগের সভাপতি লাইজুজ্জামানের সভাপতিত্বে মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের...

উষ্ণভাব আরো দুই-তিন দিন, বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ

কুয়াশার ঘনত্ব কমে সূর্যের দেখা মেলায় রোববার তাপমাত্রা বেড়েছে...

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...