নড়াইল পৌরসভার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল পৌরসভার আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার আটশত ৮১ (৮১,৮১,৮১,৮৮১ ) টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ জুন) নড়াইল পৌরসভার কার্যালয়ের সভাকক্ষে নড়াইল পৌরসভার আয়োজনে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

বাজেট পড়ে শোনান নড়াইল পৌর সভার হিসাব রক্ষক সাইফুজ্জামান।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যশোরের সুমন নিহত

বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার আটশত ৮১ টাকা, উন্নয়ন খাতে এক কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে।

নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোহম্মদ আলী, জজ কোর্টেও পিপি অ্যাডভোকেট এমাদাদুল হক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম , আওয়ামী লীগনেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক , সুশীল সমাজের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলরগন ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নড়াইলে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বাজেট অধিবেশনে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভা একটি উন্নয়ন প্রকল্পের আওতায় অর্ন্তভূক্ত হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের এই নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। ফলে একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। তিনি প্রকল্পটি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...