পটুয়াখালীতে বিদেশি পিস্তল, শর্টগান, রিভলবার ও ৪২ রাউন্ড গুলিসহ মনিরুজ্জামান মুন্না (৪২) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, হাতুড়ি, চারটি প্লাস, লোহার ছেনি ও সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইদুল ইসলাম।
তিনি জানান, শনিবার (১৮ নভেম্বর শহরের আরামবাগের অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা কবির উদ্দিনের (৭২) বাসা থেকে এসব পিস্তলসহ বেশ কিছু মালামাল চুরির ঘটনা ঘটে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরির সময় কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। পরে তিনি চুরির ঘটনায় সদর থানায় এটি মামলা দায়ের করলে পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি সহায়তায় সোমবার মুন্নাকে আরামবাগের নিজ বাসা থেকে পিস্তলসহ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া ট্রলি ব্যাগ, লাগেজ, ব্রিফকেস, একটি কালো রংয়ের বড় ব্যাগ, একটি হাত ব্যাগ, ৩০টি শাড়ি, দুইটি কম্বল, পাঁচটি কাথা, একটি মশারি, দুইটি চান্দিদা, চারটি বিছানার চাদর, একটি শাল চাদর, দুইটি তোয়ালে ও দুইটি ওয়াটার হিটার উদ্ধার করা হয়। মুন্না ওই অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার প্রতিবেশী হওয়ায় চুরির আগে তার বাড়ির উপর নজরদারি করছিলো।
স্বাআলো/এস