খুলনা বিভাগ

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | July 13, 2025

যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার জেরে আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপোর একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে বিপুলকে কৌশলে ফোন করে ষষ্ঠীতলা এলাকায় ডেকে নেয়া হয়। সেখানে বাপ্পী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় বিপুলকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: আসামি টিটন রিমান্ডে

বিপুলের বাবা আখতার হোসেন বলেন, বিপুল এবং বাপ্পী একসময় বন্ধু ছিলো। বাপ্পী মাদকাসক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। এরপর সুমাইয়া বিপুলকে বিয়ে করলে বাপ্পী ক্ষুব্ধ হয়ে তাদের প্রাণনাশের হুমকি দিতে থাকে। বিভিন্ন সময় আমাদের বাড়ির সামনে বোমাবাজিও করেছে সে। এই বিষয়গুলো থানায় জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিলো। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo