খুলনা বিভাগ

যশোরে ভাইয়ের হাতে বোন খুন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | July 23, 2025

যশোর সদর উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ জুলাই) উপজেলার সুজলপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শারমিন। তিনি ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত ব্যক্তি তার বড় ভাই খোকন, একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শারমিন এবং তার ভাই খোকনের পরিবার সুজলপুর গ্রামের সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের দুই পরিবারের মধ্যে আগে থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এই ঘটনায় খোকন ক্ষিপ্ত হয়ে তার বোনের স্বামী শিমুলের ওপর হামলা করতে যান।

এ সময় খোকন হাতে থাকা একটি হাসুয়া দিয়ে শিমুলকে কোপ মারতে গেলে শারমিন স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন এবং ভাইকে বাধা দেন। তখন হাসুয়ার কোপটি শারমিনের শরীরে লাগে এবং তিনি গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, অভিযুক্ত খোকন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo