খুলনার দিঘলিয়া উপজেলায় আলামিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রীর সাবেক স্বামী জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জামিল। তিনি জানান, শনিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
এসআই জামিল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্ত্রীকে বিয়ে করার ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।”
এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসাদুল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
স্বাআলো/এস