খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু

খুলনা ব্যুরো: খুলনা মহানগরীতে রাসেল নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে নগরীর সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়কের একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও নানা রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত রাসেলের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেল রূপসা উপজেলার নতুন বাজার এলাকার তরিক গলির বাসিন্দা মো. রফিকের ছেলে। তিনি পশ্চিম রূপসা পাড়ের একটি মাছের আড়তে শ্রমিকের কাজ করতেন। কিছুদিন আগে ইশা নামের এক তরুণীকে বিয়ে করে রাসেল স্ত্রীকে নিয়ে নগরীর সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়কের জনৈক নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানান, সোমবার গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখে তাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। প্রথমে তারা জানতে পারেন, রাসেল গুরুতর অসুস্থ এবং পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। তবে কিছুক্ষণ পরই তারা রাসেলের মৃত্যুর সংবাদ পান। একই সময়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের স্ত্রী ইশাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মন্ডল বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, রাতে রাসেল ও তার স্ত্রী ইশার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এরপর স্ত্রী ইশা গোসল করতে বাথরুমে গেলে রাসেল তার ব্যবহৃত ওড়না ঘরের হুকের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।”

তিনি আরও বলেন, “তবে এটি নিশ্চিতভাবে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বলা সম্ভব হবে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার স্ত্রী ইশাকে রাতেই থানা হেফাজতে নিয়েছি এবং ঘটনাটি তদন্ত করছি।”

এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা গুঞ্জন চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পরই রাসেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু...