জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সোমবার (২৭ নভেম্বর) তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জনগণকে সাথে নিয়ে এই দেশবিরোধী ষড়যন্ত্র আমাদের প্রতিহত করতে হবে। ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীক বিজয়ী করতে হবে।
যশোর-৩ আসনে কাজী নাবিল মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, জনগণ আওয়ামী লীগের উন্নয়নের পক্ষে আছেন, নৌকা প্রতীকের পক্ষে আছেন। আগামী ৭ জানুয়ারি সেই প্রমাণ দিয়ে ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের ভাই কাজী ইনাম আহমেদ, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম প্রমুখ।
স্বাআলো/এস