জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের আপন ভাইয়ের ছেলে এবং জেলা যুবলীগের আহবায়ক নাঈম হাসান জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেএম মঞ্জিলুর রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার নাজমুল হামিদ রেজা মঙ্গলবার (২১ মে) রাত প্রায় পৌনে ১২টার দিকে জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ৫০ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ১৭২ ভোট। এ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আবারো স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিউবওয়েল প্রতীক নিয়ে ৫১ হাজার ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৫৪৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাসুমা খাতুন ফুটবল প্রতীক নিয়ে ৫৩ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি কলস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৮৭ ভোট।
অপরদিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেএম মঞ্জিলুর রহমান ৪০ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রাথী জিল্লুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৮৭ ভোট। এ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাসুম বিল্লাহ, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহমেদ হাবিব খান তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৮৬০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ হাজার ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরা খাতুন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু হাঁস প্রতীক নিয়ে ২৪ হাজার ৭৩০ ভোট পেয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ৮৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩১ হাজার ৪৩৭ জন ও নারী ভোটার এক লাখ ৩২ হাজার ৪০৮ জন। উপজেলার মোট ৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন। এখানে মোট ভোটারের মধ্যে মোট প্রদত্ত ভোট ৩৮ দশমিক ৪৩ শতাংশ।
অপর দিকে, আলমডাঙ্গা উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৫ হাজার ২০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৬০৫ জন ও নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৫৯৫ জন। উপজেলার মোট ১১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে সাতজন। এ উপজেলায় মোট ভোট প্রদত্ত হয়েছে ২৭ দশমিক ৩৪ শতাংশ।
স্বাআলো/এস