বিনোদন

কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিলেন নকুল কুমার

| October 16, 2023

রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়েছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।

রবিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তিনি।

নকুল কুমার বিশ্বাস বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি।

দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply