পটুয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে’ এই শ্লোগান নিয়ে বাংলাদেশের মহান স্থপতি, সর্ব কালের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।

পরে সংরক্ষিত মহিলা সাংসদ নাজনীন নাহার রশীদ, পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, পৌর মেয়র মহিদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার সহসরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধাবৃন্দ, পটুয়াখালী প্রেসক্লাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল সাড়ে ১০টায় ডিসি স্ককার মাঠে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে’ এই স্লোগান নিয়ে বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৬টায় জেলা আওয়ামী কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর মসজিদে দোয়া ও সুবিধাজনক সময় মন্দির, গীর্জাও প্যাগোডায় বিশেষ প্রার্থণা করা হবে। দিবসটি উপলক্ষে দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি মিশু পরিবার, বৃদ্ধাশ্রম এ উন্নত মানের খাবার বিতরণ ও মিস্টান্ন বিতরণ করা হয়।

বিকেল ৫টায় সরকারি শিশু পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেককাটা হয়।এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে আলোকস্বজ্জায় সজ্জিত করা হয়।

স্বাআলো/এসআর/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...