বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এই নির্বাচনের জন্য তিনি দলের সকল স্তরের নেতাকর্মী ও জনসাধারণকে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন।
বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি এই আহবান জানান।
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান।
বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে: তারেক রহমান
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ এবং প্রস্তুতির আহবান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বাআলো/এস