‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ বিজয়ীদের তালিকা চূড়ান্ত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রদানের লক্ষে ১৩ সদস্যবিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ডের সদস্যরা মোট ৮০টি সভা করেন। ইতোমধ্যে তারা বিজয়ীদের তালিকা চূড়ান্ত করেছেন। আগামী সপ্তাহেই বিজয়ীদের নামের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার কথা রয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল বলেন, জুরি বোর্ড ইতোমধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে এটা জানি। বাকিটুকু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটি বলতে পারবে। আমার জানা মতে খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

জুরি বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার জানান, তারা গেলো আগস্ট মাসে তাদের রায় জমা দিয়ে দিয়েছেন। এখন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে চূড়ান্ত বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

তবে তথ্য মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন আগামী সপ্তাহে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ বিজয়ীদের নামের তালিকার প্রজ্ঞাপন জারি করা হবে।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...