Uncategorized

নড়াইলে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

| April 28, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: বিলুপ্তপ্রায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে ভিন্ন আঙ্গিকে নানামুখী আয়োজনের মধ্যদিয়ে বর্ণীলভাবে নড়াইলে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস।

রবিবার (২৮ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইলের আয়োজনে জেলা জজ আদালত চত্বরে শান্তির প্রতিক পায়রা ও লিগ্যাল এইডের শ্লোাগান সম্বলিত ফেস্টুন বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল
এইড কমিটি,নড়াইলের চেয়ারম্যান আলমাচ হোসেন মৃধা । পরে ঐ স্থান থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, জারী গান ও লিগ্যাল এইড বিষয়ক একটি মনোজ্ঞ নাটিকা মিলিদের স্বপ্নপূরন পরিবেশিত হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব প্রনয় কুমার দাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামানিক, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকরাম হোসেন , সাইফুল আলম, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি উত্তম কুমার ঘোষ, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারী পরিতোষ কুমার বাগচী, জিপি অচিন কুমার চক্রবর্তী, পিপি এমদাদুল ইসলামসহ বিচারক,আইনজীবি,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এ দিবস উপলক্ষে নড়াইল আদালত ও এর সংলগ্ন এলাকা সেজেছিল বিলুপ্তপ্রায় গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সাজে। নড়াইল জেলা জজ আদালত এর সিংহ দরজা আচ্ছাদিত হয়েছিলো সোনালী আঁশ পাট ও মাটির তৈরী লোকজ উপাদান দিয়ে। গ্রামীণ আলপানায় অংকিত প্রবেশ মুখে বিলুপ্তপ্রায় হারিকেন এর প্রজ্বলিত আলো যেন অসহায় মানুষকে সহায়তার আশ্বাস দিচ্ছে, দিচ্ছে আলোর পথে যাত্রার ইঙ্গিত।

গেটের দুই পাশে মাটির চারা দিয়ে তৈরী দূর্গের উপর গ্রামীণ পোলোর ভেতরে মা পাখির পরম যতেœ লালিত ছানা প্রতীক হয়ে ভরসা যোগাচ্ছে অসহায় বিচারপ্রার্থীদের ‘আমরা আছি তোমাদের পাশে’। স্টেজের পেছনে ছিল চটের উপর অঙ্কিত চিত্রশিল্পী ধর্মদাস মল্লিক এর আঁকা লিগ্যাল এইড অফিস আইনগত সহায়তা প্রদান এর ছবি।

স্বাআলো/এস

Debu Mallick