আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জাতীয় পার্টি (জাপা)।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় প্রার্থী মনোনয়নে প্রতিটি আসনেই কাজ করা হচ্ছে। আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনেই প্রার্থী দেবো ইনশাআল্লাহ।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ