`আইন মেনে সড়কে চলি ,র্স্মাট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগান নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আয়োজনে পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের নেতৃত্বে শহরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমেদ মাইনুল হাসান, সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক মাহফুজ হোসেন, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দফতরের প্রধান, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কর্মকর্তাবৃন্দ ও চালকগণ।
স্বাআলো/এসএস