নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে আগামী ০১ জুন-২০২৪ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে নড়াইলে সাংবাদিকদের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০) নড়াইল সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, এ ক্যাম্পেইনে নড়াইল জেলার তিনটি উপজেলা ও তিনটি পৌরসভার মোট এক হাজার ২০টি কেন্দ্রের মাধ্যমে ছয় থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৭ হাজার ছয় শত ৮০ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯ শত ২৩ জন শিশুকে একটি টি করে নীল রঙের এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৫ হাজার সাতশত ৫৭ জন শিশুকে লাল রঙের এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় আরো জানানো হয়, এ ক্যম্পেইনে শিশুর বয়স ছয় মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে । এ ভিটামিন খালি পেটে খাওয়ানো যাবে না, ভরা পেটে খেতে হবে, কোন কারণে খাওয়ার পরে শিশুর যদি বমি হয় তাতে ভয়ের কিছু নেই। এছাড়াও এ ক্যম্পেইন থেকে ১টি শিশুও যেন বাদ না পড়ে সে জন্য বিষয়ে গনমাধ্য কর্মিসহ সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার প্রতি আহবান জানানো হয়।

সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এর সভাপতিত্বে সভায় নারায়নগঞ্জের সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান বাবু, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ শুভাশীষ বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগনসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

সোনার বারসহ আটক ৩

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ থানার পুলিশ সোনার বারসহ...

গুলি করে হত্যার পর বৃদ্ধের মরদেহ নিয়ে গেলো বিএসএফ

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে জহুর আলী (৬০) নামের এক বৃদ্ধকে...

বইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের মৃত্যুর...

মেয়ের বই আনতে গিয়ে প্রাণ গেলো সাংবাদিকের

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলায় মেয়ের গাইড বই আনতে গিয়ে...