‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতর আয়োজনে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
পরে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্, জেলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল কাদের, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল ও যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ফরহাত নূরসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২২ জন প্রশিক্ষিত যুবকের মাঝে ১১ লাখ ৬০ হাজার টাকার ঋণ ও যুব উন্নয়ন থেকে বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ৭০ জনকে সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।
স্বাআলো/এস