‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপাল উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন জনবহুল পয়েন্টগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
র্যালি শেষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলমের সভাপতিত্বে জাতীয় যুব দিবস বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।
বাগেরহাটে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি ও উপজেলা সমাজসেবা অফিসার শাহিনুর রহমান প্রমুখ।
জাতীয় যুব দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদফতর একজনকে ৬০ হাজার টাকা ঋণ ও চারজনকে যুব উন্নয়ন প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
স্বাআলো/এস