জেলা প্রতিনিধি,নড়াইল: জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নবগঙ্গা ডিগ্রি কলেজ।
সোমবার (১৫ জুলাই) বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নবগঙ্গা ডিগ্রি কলেজ ১-০ গোলে বল্লারটোপ আইডিয়াল কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মেহেদী হাসান ও পৌর মেয়র আঞ্জুমান আরা।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, সরকারি কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন কলেজের শিক্ষক-খোলেয়াড়সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস/বি