টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির জীবনে আবারো নতুন গুঞ্জন। বরাবরই যিনি ক্যামেরা, লাইট, অ্যাকশনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন, এবার তার সঙ্গে নাম জড়িয়েছে তরুণ অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। সাগরপাড়ে তোলা একটি সেলফি এবং তার রহস্যময় ক্যাপশন ঘিরেই এই জল্পনার সূত্রপাত।
সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে একটি সেলফি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, সাগরপাড়ে দাঁড়িয়ে সেলফিটি তুলেছেন স্বয়ং সৃজিত। কিন্তু ছবির থেকেও বেশি নজর কাড়ে সুস্মিতার দেওয়া ক্যাপশনটি “স্যার চোখের মধ্যে”।
এই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। সৃজিতের সঙ্গে এই তরুণী কে এবং ক্যাপশনের এমন ইঙ্গিতের অর্থ কী— তা নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেন অনেকেই। তবে সুস্মিতার দাবি, তিনি সৃজিতকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন এবং সেদিন সমুদ্রপাড়ে তাদের মধ্যে শিক্ষক-ছাত্রীর মতোই সম্পর্ক ছিল। জানা গেছে, সৃজিত তখন সুস্মিতাকে শট, ওয়াকিং স্টাইল এবং পাসিং শট নিয়ে বোঝাচ্ছিলেন।
কিন্তু জল্পনা তাতে থামেনি। সম্প্রতি পুরী থেকে ফিরে অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’-এর প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হন সৃজিত ও সুস্মিতা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দুজনেই।
প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করতেই লাজুক হেসে সুস্মিতা বলেন, “আমরা খুব ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না। যে যা ভাবছে ভাবুক।”
একই প্রশ্ন করা হলে সৃজিত তার স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দেন, “একটা সেলফি নিয়ে এত জল্পনা-কল্পনা! আমরা তো ২০২৫-এ বাস করছি! রিল্যাক্স গাইজ, রিল্যাক্স।”
যদিও তারা দুজনেই বিষয়টিকে “বন্ধুত্ব” এবং “সাধারণ ঘটনা” বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তবে তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় উপস্থিতি এবং সুস্মিতার রহস্যময় ক্যাপশন টলিউডের বাতাসে নতুন গুঞ্জনেরই জন্ম দিয়েছে।
স্বাআলো/এস