জেলা প্রতিনিধি,পটুয়াখালী: নতুন কারিকুলামে শিক্ষা মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানগণের নতুন শিক্ষাক্রম বিস্তরণ মনিটরিং ও মেন্টরিংবিষয়ক তিনদিনব্যাপি ১ম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) জেলা শিক্ষা অফিস এর আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রম বিস্তরণ মনিটরিং ও মেন্টরিং বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
পটুয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত
সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবে জেলা ও উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারগণ। মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানগণের নতুন শিক্ষাক্রম বিস্তরণ মনিটরিং ও মেন্টরিংবিষয়ক তিনদিনব্যাপি ১ম ব্যাচের প্রশিক্ষণ পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান, সহকারী পরিদর্শক আবু হানিফ ও গবেষণা কর্মকর্তা আইয়ুব আলী খান।
পটুয়াখালী জেলা মাধ্যমিক পর্যায়ের ৩১২জন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানগণের নতুন শিক্ষাক্রম বিস্তরণ মনিটরিং ও মেন্টরিং বিষয়ক তিনদিনব্যাপি তিনটি ব্যাচের প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে।
স্বাআলো/এসআর