নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। একইসঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরো ১৪ কর্মকর্তাকে পুলিশের অন্য ইউনিটে বদলি করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুইটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।
নড়াইল জেলার এসপি সাদিরা খাতুনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, চুয়াডাঙ্গা জেলার এসপি আব্দুল্লাহ-আল-মামুনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মেহেদী হাসানকে নড়াইল জেলার এসপি ও ডিএমপির আর. এম ফয়জুর রহমানকে চুয়াডাঙ্গা জেলার এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
পুরো তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন।
স্বাআলো/এসএ