চলতি বিশ্বকাপের সেমিফাইনালে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে হারের প্রতিশোধ নিতে চায় ফার্গুসনরা। ভারতকে হারাতে সব ধরনের সব ধরনের পরিকল্পনা তৈরি করে ফেলেছেন তারা।
ফার্গুসন বলেন, এর আগে আমরা কয়েকটা ম্যাচ খুব কাছে গিয়ে হেরেছি। আমরা ভালো ক্রিকেট খেলেছি। সেটাই সেমিফাইনালে খেলতে চাই। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও ওদের হারানো অসম্ভব নয়।
ফার্গুসন বলেন, নক আউটের চারটা দলই শক্তিশালী। সব দলেই ভাল ক্রিকেটার আছে। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিলাম। সেটা মাথায় আছে। ওদের শক্তি ও দুর্বলতা আমরা ভালোভাবে জানি। সেই মতো পরিকল্পনা তৈরি করেছি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা পরিকল্পনা হয়েছে। সেগুলো মাঠে কাজে লাগানোর চেষ্টা করবো।
সেমিফাইনালে মাঠ ও পিচ বড় ভূমিকা নিতে পারে বলে মনে করেন ফার্গুসন।
তিনি বলেন, ওয়াংখেড়েতে আমরা খেলেছি। ওখানকার মাঠে বাউন্স বেশি থাকে। সেটা আমাদের পেসারদের মাথায় আছে। ব্যাটারেরাও সুবিধা পায়। তাই সমানে সমানে লড়াই হবে। আমরা তৈরি।
স্বাআলো/এস