খুলনা বিভাগ

মেহেরপুরে বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধার

জেলা প্রতিনিধি, মেহেরপুর জেলা প্রতিনিধি, মেহেরপুর | September 30, 2025

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফুটফুটে এই কন্যাশিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মটমুড়া গ্রামের মসজিদের পাশের একটি বাঁশবাগানে নবজাতক কন্যাশিশুটিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। দ্রুত তারা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে।

স্থানীয়দের ধারণা, খুব অল্প সময় আগেই শিশুটি জন্মগ্রহণ করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নবজাতকের বাবা-মায়ের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ শিশুটির পরিচয় এবং তাকে ফেলে যাওয়ার কারণ অনুসন্ধানে কাজ করছে।

স্বাআলো/এস

Shadhin Alo