Uncategorized

যশোরের লালদিঘীতে প্রতিমা বিসর্জন 

| October 24, 2023

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে যশোরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের ঐতিহাসিক লালদিঘীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

জেলা পূজা উদযাপন পরিষদ পৌরসভার পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করে।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন ঘোষের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (ডিসি) আবরাউল হাসান মজুমদার, পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোর্য়ারদ্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, প্যানেল মেয়র মোকছিমুল বারী অপু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌল্লা, এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কায়েস, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সহসভাপতি ফরাজি আহমেদ সাঈদ বুলবুল, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবনী সুর ও যশোর মহাশশ্মানের পরিচালনা কমিটির সভাপতি সুখেন মজুমদার।

এরপর যশোরের লালদিঘীতে শুরু হয় একে একে প্রতিমা বিসর্জন। পৌর এলাকার সব মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হবে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply