আওয়ামী লীগ

যশোরে বাস্তবায়ন হবে না হরতাল, নাশকতা করলে প্রতিহত করা হবে

| October 28, 2023

বিএনপির ডাকা রবিবার সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে যশোরে মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। মিছিলের আগে দড়াটানায় ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করে যশোর জেলা যুবলীগ।

জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।

এসময় প্রধান অতিথি আনোয়ার হোসেন বিপুল বলেন, যারা হরতালের নামে সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করবে তাদের যশোরের রাজপথে নামতে দেয়া হবে না। আগামীকালের হরতাল যশোরে বাস্তবায়ন হবে না। নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। সাধারণ মানুষকে সাথে নিয়ে যুবলীগের নেতাকর্মীরা মাঠে থাকবে। নাশকতা করার পায়তারা করলে বিশৃঙ্খলাকারী, আগুন সন্ত্রাসীদের আমরা প্রতিহত করবো। তারা উপযুক্ত জবাব পাবে।

সমাবেশের পর হরতালবিরোধী মিছিলে অংশ নেন জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলী, জেলা যুবলীগের ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, তছিকুর রহমান রাসেল, বর্তমান সহ-সভাপতি আরিফুর রহমান সাগর, রুহুল কুদ্দুস প্রমুখ।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply